গতকাল ০৫ জানুয়ারি, ২০২৫ খ্রিঃ রোজ রবিবার, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কিশোরগঞ্জের উদ্যোগে ভিডিপি দিবস ২০২৫ উদযাপন করা হয়। গতকাল সকাল ৯ ঘটিকায় আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র, কাতিয়ারচর, কিশোরগঞ্জে বেলুন উড়ানোর মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনাব সঞ্জয় চৌধুরী, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, কিশোরগঞ্জ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মিজানুর রহমান, সার্কেল অ্যাডজুট্যান্ট, আনসার ও ভিডিপি, কিশোরগঞ্জ, জনাব মাসুদ হাসান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সদর, কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জ জেলার সকল উপজেলার কর্মকর্তা, কর্মচারী, ইউনিয়ন দলনেতা, ইউনিয়ন দলনেত্রী, ওয়ার্ড দলনেতা, ওয়ার্ড দলনেত্রী সহ ভিডিপি সদস্য/সদস্যাগণ। বেলুন উড়ানোর পরে সকল সদস্যদের নিয়ে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র, কাতিয়ারচরে গিয়ে শেষ হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস